শনিবার ০৩ মে ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ মার্চ ২০২৫ ১০ : ১৭Rahul Majumder
সংবাদসংস্থা মুম্বই:
পুরনো লুকে কেন ফিরলেন সলমন?
সিকান্দর ছবির শুটিং পুরোপুরি শেষ করেই সেলুনে ছুটেছিলেন সলমন খান। বছর দুয়েক ধরে সযত্নে লালিত চাপদাড়ি কেটে ফেলে একেবারে পুরনো দিনের মতো ক্লিন শেভড লুকে ফিরেছেন 'টাইগার'। সলমনের টিমের তরফে একটি বিবৃতি পেশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, ব্যক্তিগত জীবনে চুল-দাড়ি কেটে সবসময় ধোপদুরস্ত থাকাটাই পছন্দ করেন সলমন। তাই 'সিকান্দর' এর শুট শেষ হতেই আর একমুহূর্ত দেরি করেননি তিনি। প্রসঙ্গত, প্রায় তিন মাস ধরে বিভিন্ন লোকেশনে এই ‘সিকান্দর’-এর শুটিং চলেছিল। ছবিতে তিনটা গান, চারটি আইটেম ডান্স নম্বর এবং পাঁচটি ভরপুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে।
এষার আফসোস
ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর মেয়ে হিসাবে প্রচার যথেষ্ট পেয়েছিলেন। সেই নিরিখে এষা দেওলের কেরিয়ারের গ্রাফ যতটা ওঠার কথা ছিল তার সিকিভাগও ওঠেনি। একসময় ফিরিয়েছেন একাধিক ছবি ও আইটেম ডান্স নম্বরে পারফর্ম করার প্রস্তাব, যা পরবর্তী সময় বহুল জনপ্রিয় হয়েছিল জনতামহলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেইসব প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করলেন এষা। জানালেন, ‘গোলমাল’ ছবি এবং ‘ওমকারা’র ‘বিড়ি জ্বলাইলে’ গানের সঙ্গে আইটেম নম্বরে পারফর্ম করার প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু নিজের পারিবারিক সংস্কৃতির কথা মাথায় রেখে সেইসব প্রস্তাব পত্রপাঠ ফিরিয়ে দিয়েছিলেন তিনি, যা ভাবলে তাঁর আফসোস হয় আজ।
ফের সমস্যায় ‘কৃষ ৪’
কৃষ ৪ ছবি নিয়ে কাটছেই না জট। বলিউডে যেসব ছবির সিক্যুয়েল দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক, সেই তালিকায় অন্যতম হৃতিক রোশনের ‘কৃষ’ সিরিজের এই চার নম্বর ছবি। কথা ছিল,রাকেশ ও হৃতিক রোশনের প্রযোজনায় ‘কৃষ ৪’ পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। 'ওয়ার' ও 'পাঠান' খ্যাত এই পরিচালকের এই ছবিতে সহ-প্রযোজকের দায়িত্ব পালনেরও কথা ছিল। কিন্তু ছবির বাজেট ৭০০কোটি ছুঁয়ে ফেলছে দেখে সেই ঝুঁকি নিতে নাকি নারাজ সিদ্ধার্থ আনন্দ, সূত্রের খবর। সেই সূত্র আরও জানিয়েছে, একপ্রস্থ লম্বা বৈঠকের পর নিজেকে এই ছবির থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়েছেন সিদ্ধার্থ। অর্থাৎ পরিচালনা কিংবা সহ-প্রযোজনা কোনওটাই তিনি আর এই ছবির জন্য করবেন না।
খবর, অন্য একটি প্রথম সারির প্রযোজনা সংস্থা নাকি এই ছবির জন্য হাতে মেলাতে পারেন হৃতিকের এই ছবির জন্য। সবমিলিয়ে খানিক অস্বস্তিতেই রয়েছে এই ছবি। চলতি বছরের মাঝামাঝি যেখানে ‘কৃষ ৪’ এর শুটিং শুরু হওয়ার কথা ছিল সেখানে এই ছবির শুটিং নাকি ২০২৬-এর আগে শুরু করে সম্ভব হবে না এই সমস্যার জেরে।
নানান খবর

নানান খবর

এবার জমবে সচিবজি ও রিঙ্কির রোমান্স! কার দখলে থাকবে ফুলেরা গ্রাম? প্রকাশ্যে 'পঞ্চায়েত ৪'-এর টিজার

'কোন ভঙ্গিমায় সঙ্গমে লিপ্ত হবেন?' শো চলাকালীন প্রতিযোগীদের অশ্লীল প্রশ্ন! এফআইআর দায়ের আজাজ খানের বিরুদ্ধে

শাক্যজিৎ-আরশির সম্পর্কে ভাঙন ধরাতে আসছে হিরোর প্রাক্তন প্রেমিকা! গল্পের নতুন মোড়ে এন্ট্রি নিচ্ছেন কোন নায়িকা?

বিয়ের পাঁচ মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা শোভিতা! কবে প্রথম সন্তানের বাবা হবেন নাগা চৈতন্য?

হঠাৎ ধামাকা 'কথা'র সেটে! এভি ও বুলির পাশে দাঁড়ালেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! 'কথা' ধারাবাহিকে আসছে কোন নতুন চমক?

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?